গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের সেরা ১৬টি ওয়েবসাইট

বর্তমান সময়ে জনপ্রিয় হল গ্রাফিক্স ডিজাইন। অনলাইনে ডিজাইনারের চাহিদা দিন দিন বেড়েই চলছে। চাকরি থেকে শুরু করে অনলাইনে ভালোর মানের ডিজাইনাদের চাহিদা অনেক।
কোন প্রতিষ্ঠানে গিয়ে কেউ প্রচুর সময় নষ্ট করে শিখার সময় খুব কম। তাই এখন সবাই চাই ঘরে বসে অনলাইনে শেখার। তাই গ্রাফিক্স ডিজাইনাদের জন্য তুলে ধরলাম ঘরে বসে কোথায় থে
কে ডিজাইন শিখবে। চলুন জানি সেই রকম কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে।
1. স্ম্যাশিং ম্যাগাজিন: স্ম্যাশিং ম্যাগাজিন হল ওয়েব ডিজাইনারদের জন্য একটি আল্টিমেট সাইট। ওয়েব ডিজাইনিং এর প্রায় সকল শাখার ওপর রিসোর্স খোঁজ করলে পাওয়া যাবে এই ওয়েবসাইটিতে।
ওয়েব: http://www.smashingmagazine.com/

2. পিএসডি টুটস : পিএসডি টাট+ ফটোশপ ভিত্তিক সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ ওয়েবসাইট। সম্পূর্ণ ওয়েবসাইটটি ফটোশপ কেন্দ্রিক করে তৈরী করা হয়েছে।
ওয়েব: http://psdtuts.com/
3. ফুয়েল ব্রান্ড নেটওয়ার্ক: ফুয়েল ব্রান্ড নেটওয়ার্কে ওয়েব ডিজাইনিং সম্পর্কিত বিভিন্ন আপডেট, টুলস, বিভিন্ন খবরাখবর দেওয়া হয়।
ওয়েব: http://www.fuelbrandnetwork.com/
4. সিক্স রিভিশনস: সিক্স রিভিশনস হল স্ম্যাশিং ম্যাগাজিনের মতই একটি ওয়েবসাইট। এটি মূলত স্ম্যাশিং নেটওয়ার্কেরই আওতাভুক্ত আরো একটি সাইট।
ওয়েব: http://sixrevisions.com/
5. গ্রাফিক্স ডিজাইনার টিপস : ধারাবাহিক ভাবে টিউটোরিয়াল, রিসোর্স ও অনলাইন প্রশিক্ষণের জন্য এই সাইটি প্রচুর জনপ্রিয়।
ওয়েব: http://graphicdesignertips.com/
6. আবদুজিডো : এটি একটি ডিজাইন ব্লগ। এতে রয়েছে অনেক ট্রিপস।
ওয়েব: http://abduzeedo.com/tutorials
7. লুন ডিজাইন : যারা ফটোশপে কাজ করেন। তাদের জন্য এই সাইটি।
ওয়েব: http://kailoon.com/
8. ফটোশপ স্টার : এই সাইটি অনেক আগের । ১৭ বছর ধরে সফল ভাবে কাজ করছে এই সাইটি। ডিজাইনাদের জন্য গুরুত্ব পূর্ণ অনেক কিছু রয়েছে।
ওয়েব: http://www.photoshopstar.com/
9. দ্য ফটোশপ রোড ম্যাপ : গ্রাফিক্স ডিজাইনের সেরা টিউটোরিয়ালগুলো পেতে এই সাইট অনন্য।
ওয়েব: http://www.photoshoproadmap.com/
10. ফটোশপ টিউটর : এটিও টিউটোরিয়াল ও রিসোর্সের জন্য আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট।
ওয়েব: http://www.pstut.info/
11. ওয়েব ডিজাইনার লেজার : ওয়েব ডিজাইনার লেজার একটি প্রকাশনামূলক ব্লগসাইট। প্রোফেশনাল মানের ওয়েব ডিজাইনাররা এই ব্লগে লিখে থাকেন শুধু মাত্র ওয়েব ডিজাইনারদের জন্যই।
ওয়েব: http://webdesignledger.com/
12. কম্পিউটার আর্টস : ১৫ ডলারের এই ম্যাগাজিনটির কিছু অংশ সাইটটি থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়।
ওয়েব: http://www.computerarts.co.uk/tutorials
13. দ্য বেস্ট ডিজাইনস: বেস্ট ডিজাইনস ওয়েব ডিজাইনিং এর ওপর আর একটি তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট।
ওয়েব: http://www.thebestdesigns.com/
14. ওয়েব ডিজাইন ওয়াল : ডিজাইন ইন্সপায়রেশন, ডিজাইন ট্রেন্ডস ও টিউটোরিয়ালের জন্য অসাধারণ সাইট এটি।
ওয়েব: http://www.webdesignerwall.com/tag/photoshop-tutorials/
15. ভার্লিস ব্লগ : বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ ভার্লিস একটি জনপ্রিয় ডিজাইন ব্লগ। ওয়েব, হোম ও গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজনীয় অনেক টিউটোরিয়াল রয়েছে এই সাইটে।
ওয়েব: http://veerle.duoh.com/
16. ফোলিও ফোকাস: ফোলিও ফোকাস পোর্টফোলিও ডিজাইনারদের জন্য একটি অনুপ্রেরণামূলক ওয়েবসাইট। অসাধারণ পোর্টফোলিও সাইটগুলোর গ্যালারি হল এই ওয়েবসাইটটি।
...............................................................................................................................................................।
Share on Google Plus

0 comments: